হবিগঞ্জে স্কুল শেষে ভাই-বোনের বাড়ি ফেরা হলো না আর
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ :
হবিগঞ্জের মাধবপুরে স্কুল থেকে ফেরার পথে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মাধবপুরে চক রাজেন্দ্রপুর গ্রামের পুকুর থেকে ছয় বছর বয়সি দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাস্তার পাশের পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুকে দেখতে পান স্থানীয়রা।
পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুরা হলো- চক রাজেন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাহাত মিয়া (৬) ও হুমায়ুন মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৫)।
উভয়েই স্থানীয় হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল জানান, রাহাত ও তানিয়া সকালে বিদ্যালয়ে গিয়ে আর ফিরেনি। এক পর্যায়ে বিকেলে স্থানীয়রা তাদেরকে স্কুল থেকে বাড়ি যাওয়ার রাস্তার পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পানিতে পড়েই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, রাহাত ও তানিয়া প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যায়। স্কুল ছুটির পর অন্যান্য শিক্ষার্থীরা বাড়িতে পৌঁছালেও তারা বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।