জৈন্তাপুরে শিশু নিখোঁজ, সন্ধানে সহযোগিতা করুন
প্রকাশিত হয়েছে : ১০:১৪:৩৪,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের গোলাম কিবরিয়া (১৩) নামে এক শিশু শার্ট-প্যান্ট কিনতে গিয়ে নিখোঁজ হয়েছে। সে চারিকাটা ইউনিয়নের আবাসন প্রকল্পে পরিবারের সাথে বসবাস করত।
জানা যায়, ৭ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩টায় শার্ট-প্যান্ট ক্রয়ের জন্য বাড়ী থেকে টাকা নিয়ে দরবস্ত বাজারের উদ্দেশ্যে বের হয়। কিন্তু পরবর্তীতে সে আর বাড়ীতে ফিরে আসেনি। তার সাথে থাকা মোবাইল নাম্বার (০১৮৬০৭৫০৭৪৭ ও ০১৭৩২৬৬৫৬৮৩) বন্দ পাওয়া যাচ্ছে। এবিষয়ে ছেলের মা আছমা বেগম জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরীর আবেদন করেছে।
গোলাম কিবরিয়া (১৩) জৈন্তাপুরের গ্রাম গৌরী আবাসন প্রকল্পের মো তৈয়বুর রহমানের ছেলে।
তার গয়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, উচ্চতা অনুমান ৪ফুট, পরনে জ্যাকেট ও কালো ট্রাইজার, সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোন সুহৃদ ব্যক্তি তাঁর দেখা পেলে বা পরিচয় পেলে নিম্নে নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। ছেলের মা আছমা বেগম (০১৭৬৪৫৫৯০৬৬১), আল-আমিন (০১৭৩০০৫৬৯৫৪৭) অথবা অফিসার ইনচার্জ (০১৭১৩৩৭৪৩৭৭) জৈন্তাপুর মডেল থানা জৈন্তাপুর সিলেটে যোগাযোগের জন্য অনুরোধ করা হল।