জগন্নাথপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত চার ভাইসহ ৫ আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০:০৬:২৩,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ ডেস্ক:
জগন্নাথপুরের তেরাব আলী হত্যা মামলার সাজাপ্রাপ্ত ফেরারি চার ভাইসহ পাঁচ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আশাকান্দি ইউনিয়নের তিলক গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার লোহারগাঁও গ্রামের মৃত আলমদর আলীর ছেলে আশিক আলী, সাদিক আলী, সমুজ আলী, মকদ্দছ আলী ও একই গ্রামের কলমদর আলীর ছেলে বাবুল মিয়া।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশের নেতৃত্বে এ গ্রেফতার অভিযানে এসআই অনুজ কুমার দাশ, এসআই অনিক চন্দ্র দেব, এসআই আফছার আহমেদ, এএসআই মোক্তার হোসেনসহ পুলিশ সদস্যরা অংশ নেয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা মিরপুর ইউনিয়নে লোহার গাঁয়ের তেরাব আলী হত্যা (জিআর/১২৫ /৯৫ দায়রা ৯৭/৯৬) মামলার সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আসামীদের বুধবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে ।