নবীগঞ্জে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
প্রকাশিত হয়েছে : ১০:০১:৫৪,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
নবীগঞ্জে যানজট নিরসনের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। অভিযানকালে যত্রতত্র স্থানে অবৈধভাবে গড়ে ওটা দোকানপাট, দোকানের সামনে সরকারি জায়গা দখল মুক্ত করা হয়।
বুধবার বেলা ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভিযান চলাকালে শহরের নতুনবাজার মোড়, হাসপাতাল সড়ক, শেরপুর রোড, আনমনু রোড, ওসমানী রোডস্থ চৌমুহনীসহ বিভিন্ন রাস্তা দখল করে নির্মিত অবৈধ ব্যবসা প্রতিষ্টান উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
এ সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্রেসক্লাব সভাপতি মো. সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি এওর মিয়া, মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, পৌর সচিব আজম হোসেন প্রমুখ।