মাধবপুরে ফেনসিডিলসহ ধরা খেলেন দুইজন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২০, ৪:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জগদীশপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, গবিন্দ শীল উপজেলার জগদীশপুর এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে ও একই উপজেলার ফয়সল মিয়া গোয়াসনগর গ্রামের রোস্তম আলীর ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আটকরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার তাদের ১৩ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়েছে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও তাসনুভা নাশতারান প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন।