মৌলভীবাজারে হাকালুকি হাওরে বিষটোপ : সাড়ে ৫শ’ হাঁসের মৃত্যু, খামারীর মাথায় হাত
প্রকাশিত হয়েছে : ৪:২১:৪৬,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওরে অসাধু পাখি শিকারী চক্র বিষটোপ দেয়ায় দরিদ্র হাঁস খামারীর সাড়ে ৫শ’ হাঁস মারা গেছে। গত সোমবার রাতে নিরীহ খামারী ইসলাম উদ্দিন হাওরপারের চিহ্নিত ৬ পাখি শিকারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, প্রতিবারই শীত মৌসুমের শুরু থেকে হাকালুকি হাওরের প্রায় সবক’টি বিলে পাখি শিকারীরা তৎপর হয়ে উঠে। সংঘবদ্ধ শিকারী চক্র বিকেল বেলা হাওরের বিলগুলোতে বিষ জাতীয় দ্রব্য মিশিয়ে ধান ছিটিয়ে রাখে। রাতে অতিথি পাখিরা খাবারের সন্ধানে বিলের পারে এসে বিষ মিশ্রিত ধান খেয়ে মারা যায়। পরে শিকারীরা মৃত পাখি জবাই করে বিভিন্ন বাজারে বিক্রি করে। হাওরপারের ইসলামপুর, হাল্লা ও খুঁটাউরাসহ বিভিন্ন গ্রামের অসাধু শিকারীর বিষ মিশ্রিত ধান থেকে খামারিদের হাঁস মারা যাচ্ছে। ইসলামপুর গ্রামের ইসলাম উদ্দিন এনজিও থেকে ঋণ নিয়ে ৬০০ হাঁসের খামার দেন। হাঁসগুলো প্রতিদিন সকালে তিনি পলোভাঙ্গা বিলে ছেড়ে দেন এবং বিকেলে নিয়ে আসেন।
গত সোমবার বিকেলে হাঁসগুলো আনতে গিয়ে দেখেন মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার মধ্যে গুটিকয়েক হাঁস জীবিত। স্থানীয় লোকজনসহ তিনি খোঁজ নিয়ে জানতে পারেন বড়লেখা উপজেলার ইসলামপুর গ্রামের রফিক উদ্দিন, মর্তোজ আলী, আনিছ মিয়া, নজু মিয়া, খুটাউরা গ্রামের তাজ উদ্দিন ও গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের ইমান হোসেন অতিথি পাখি শিকারের জন্য পলোভাঙ্গা বিলে বিষ মিশ্রিত ধান ছিটিয়ে রাখে। এ ধান খেয়ে হাঁসগুলো মারা যায়।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনা তদন্তের জন্য মঙ্গলবার দুইজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।