সুনামগঞ্জে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন প্রকল্প সভাপতি
প্রকাশিত হয়েছে : ১০:১৫:৫৮,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না করায় ইউএনও’র কার্যালয়ে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ৫৭ নং প্রকল্পের সভাপতি বদিউজ্জামাল।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাঁধের কাজ শুরু না করার অভিযোগে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ডেকে এনে প্রকল্প সভাপতি বদিউজ্জামাল মঙ্গলবারের মধ্যে কাজ শেষ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
সোমবার সরজমিন মাটিয়ান হাওরে গিয়ে দেখা যায়, হাওরের অন্যান্য প্রকল্পে ৩০ ভাগ কাজ সম্পন্ন হলেও মাটিয়ান হাওরের স্লুইস গেট সংলগ্ন ৫৭নং ফসল রক্ষা বাঁধে কোনো মাটি পড়েনি। নোয়াগাঁও, জগদিসপুর এলাকার বাঁধে মাটি ফেলা হয়নি ১৭, ১৮নং পিআইসি। আর যেসকল বাঁধে মাটি ফেলা হয়েছে নিয়ম মানা হয়নি।
সোমবার মাটিয়ান হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে যান সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপ পরিচালক এমরান হোসেন ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। এ সময় ৫৭নং পিআইসি বাঁধের কাজ শুরু না হওয়ায় তাঁরা দ্রুত কাজ শুরু করার জন্য মোবাইল ফোনে প্রকল্প সভাপতিকে নির্দেশ দেন।
৫৭ নং প্রকল্পের সভাপতি বদিউজ্জামাল বলেন, মাটি কাটার জন্য আমি এসকেভেটর যোগার করতে পারিনি,তাই কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী এমরান হোসেন বলেন, মাটিয়ান হাওর ৫৭ নং প্রকল্পের কাজ শুরু করার জন্য জানুয়ারির ২০ তারিখ অগ্রিম বিল ৩ লাখ টাকা দেওয়া হয়েছে। কাজ শুরু না করার কারণে ৬ জানুয়ারি বদিউজ্জামালকে শোকজ করা হয়েয়েছিল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, প্রকল্প সভাপতি বদিউজ্জামাল মঙ্গলবারের মধ্যে কাজ সমাপ্তি করবেন, না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।