জগন্নাথপুরে নতুন সাব-রেজিস্ট্রার সুমির যোগদান
প্রকাশিত হয়েছে : ৮:২৬:২০,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার অফিসের নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন সুলতানা নাসরিন সুমি। তিনি রোববার (৯ ফেব্রুয়ারি) বিদায়ী রেজিস্ট্রার শওকত হোসেন মো. আফির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
জানা যায়, জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার অফিসের নতুন রেজিস্ট্রার সুলতানা নাসরিন সুমির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ সদরে । জেলা সদরে থাকার সুবাদে তিনি সুনামগঞ্জ এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত ছিলেন। তার স্বামী মো.সাইফুর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে বানিয়াচং উপজেলায় কর্মরত।
সংসার জীবনে তিনি এক পুত্র সন্তানের জননী । রেজিস্ট্রার সুলতানা নাসরিন সুমির পিতা-মাতাও শিক্ষকতা পেশায় কর্মরত ছিলেন । পিতা মো.রেজাউল আম্বিয়া জামালগঞ্জ মডেল হাইস্কুলের সিনিয়র সহকারি শিক্ষক ও মাতা হাজি কালা গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন । নবাগত রেজিস্ট্রার সুলতানা নাসরিন সুমি শিক্ষাজীবনে সর্বশেষ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্সে উত্তীর্ণ হন এবং ২৭ তম বিসিএস নন ক্যাডার পরীক্ষায় সফলতার সহিত সাক্ষর রাখেন ।
তিনি গেল বছরের ২৯ ডিসেম্বর নিবন্ধন অধিদপ্তরে যোগদান করেন এবং চাকুরীতে নতুন রেজিস্ট্রার হিসেবে জেলার জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার অফিসে যোগদান করেন । জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার অফিসে এই প্রথম মহিলা রেজিস্ট্রার হিসাবে তিনিই যোগদান করেছেন বলে অফিস সূত্রে জানা গেছে ।
এদিকে গত রোববার বিকেলে সদ্য বিদায়ী সাব-রেজিস্ট্রার শওকত হোসেন মো. আফিকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাঁর কর্মময় জীবনের নানা সফলতার কথা তুলে ধরে অনেকেই বক্তব্য রাখেন । অনুষ্ঠানে নবাগত সাব-রেজিস্ট্রার সুলতানা নাসরিন সুমি, নবাগত রেজিস্ট্রারের স্বামী ও বানিয়াচং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুর রহমান, সাবেক অফিস সহকারী হাজী শফিক আহমদ, জগন্নাথপুর অফিস সহকারী আব্দুর রহীম, অফিস কর্মচারী সহ দলিল লেখকগন উপস্থিত ছিলেন। পরে নতুন যোগদানকারী জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার অফিসের রেজিস্ট্রার সুলতানা নাসরিন সুমিকে বরণ করে নেয়া হয় ।