সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
প্রকাশিত হয়েছে : ১০:২৯:০৮,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জের তাহিরপুরের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত মল্লিক (৪০) নামে একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং দুলাল (৫০) মেম্বার নামে অপর একজন কে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর (উ.) ইউনিয়নের দুধের আউটা গ্রামে এ ঘটনা ঘটে।
লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের লেবু মিয়ার ছেলে মল্লিক মিয়া ও একই গ্রামের পেয়ার আলী মড়লের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দন্ধ চলে আসছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের লেবু মিয়ার ছেলে মল্লিক মিয়া ও একই গ্রামের পেয়ার আলী মড়লের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দন্ধ চলে আসছে।
এরই ধারাবাহিতকায় সোমবার দুপুরে মল্লিাক মিয়া তার পৈতৃক জমিতে সীমানা নির্ধারন করে খুটি মারতে গেলে প্রতিপক্ষ্য পেয়ার আলীর লোকজন তাতে বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। উভয় পক্ষের আহতরা হলো, দুধের আউটা গ্রামের মল্লিক মিয়া (৪০), দুলাল মেম্বার (৫০), কামাল হোসেন (৩৫), সিজিল মিয়া (২৫) সাদ্দাম হোসেন (২৫)।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।