সিলেট নগর জুড়ে সমর্থকদের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ১২:১১:৪৭,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
যুবাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। লাল-সবুজ ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য। চিরপ্রতিদ্বন্ধী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে জুনিয়র টাইগার।
সাউথ আফ্রিকায় ইতিহাস গড়া জয় আসার পরপরই উৎসব শুরু হয় সারা দেশে। সিলেট নগর জুড়ে আনন্দ উৎসবে মেতে উঠেন ক্রিকেট সমর্থকেরা। নগরীর বিভিন্ন স্থান থেকে আনন্দ মিছিল নিয়ে বিরুতে থাকেন টাইগার ক্রিকেট প্রেমীরা।
নগরের জিন্দাবাজার পয়েন্ট হয়ে উঠে উৎসব মুখর। চারিদিক থেকে আনন্দ মিছিল নিয়ে আসতে থাকেন ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ে দারুণ খুশি তারা। এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে সামনের দিনগুলোতে এমন প্রত্যাশা করেন সমর্থকদের।