সুনামগঞ্জে বিয়ের গাড়ীর ধাক্কায় আহত চার পরীক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ১০:০০:৫৩,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বিয়ের গাড়ীর ধাক্কায় রসুলপুর একেএমপি উচ্চ বিদ্যালয়ের ৪জন শিক্ষার্থী আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার জগন্নাথপুরের এসএসসির পরীক্ষা কেন্দ্রে থেকে পাটলি ইউনিয়নের বসন্তপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী দিনা বেগম (১৬), লিমা বেগম (১৬), তানিয়া বেগম (১৬) ও আক্তার হোসেন (১৮) পরীক্ষা শেষে সিএনজি করে বাড়ীতে যাওয়ার পথে রসুলগঞ্জ বাজারের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা বিয়ের গাড়ী ধাক্কা দিলে শিক্ষার্থীরা আহত হয়। আহত শিক্ষার্থীদের জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লোক্স এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রসুলপুর একেএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম মিয়া জানান, শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে বাড়ীতে আসার পথে বিয়ের গাড়ীর ধাক্কায় আহত হয়। আহত হওয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থী আহত হওয়া খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে আসছে।