সিলেটে পিপি হিসেবে নিয়োগ পেলেন এডভোকেট নিজাম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৯:১৭:৪১,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
অবশেষে সিলেট জেলা ও মহানগর দায়রা জজ কোর্টের পিপি হিসেবে নিয়োগ পেলেন জেলা বারের আইনজীবি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন।
রোববার এ সংক্রান্ত আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এর আগে এই দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ।
উল্লেখ্য বিশ্বস্থ সুত্র মোতাবেক এডভোকেট নিজাম উদ্দিনের পিপি হওয়ার সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ হয়। অবশেষে নিজাম উদ্দিনের পিপি নিয়োগ হওয়ার মধ্য দিয়ে তথ্যটি নিশ্চিত হলো।