সিলেটে চুরি হওয়া ৩৬টি মোবাইল সেট চট্টগ্রাম থেকে উদ্ধার, আটক ৪
প্রকাশিত হয়েছে : ৭:১১:৪৫,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর চৌহাট্টাস্থ আর.এন টাওয়ারের স্যামসাং শোরুমে চুরি হওয়া ৩৬টি মোবাইল সেট উদ্ধার চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে চার চোরকে। যাদের সবাই চট্টগ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিববাড়ীর মৃত আবদুর রশিদের ছেলে মো. আরাফাত হোসেন (২৭), চট্টগ্রামের কলসিদিঘীরপাড়ের বাসিন্দা ও মৃত ইজ্জত আলী শেখের ছেলে মো. রুবেল শেখ (২৫), চট্টগ্রামের মাইলেরমাথার বাসিন্দা ও আবদুল হক আকনের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০) এবং একই এলাকার মো. জিয়া হাওলাদারের ছেলে রেজাউল ইসলাম (২৪)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম ভুঞার দিক নির্দেশনায় গত ৫ ফেব্রুয়ারি থেকে ৮ফেব্রুয়ারি পর্যন্ত এসআই শেখ মো মিজানুর রহমান, এএসআইনোমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশের সহায়তায় সাতকানিয়ায় অভিযান চালিয়ে চোরাই মোবাই ফোনসেটসহ চার চোরকে আটক করে।
রোববার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো.জেদান আল মুসা।
তিনি জানান, গ্রেফতার হওয়া আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে সিলেট মহানগরের চৌহাট্টাস্থ আর.এন টাওয়ারের স্যামসাং শোরুমে একটি চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা (নং-১০(০১)২০২০) রুজু করা হয়।