হবিগঞ্জে রোগীর গাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০১৯, ১:৫৪ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচঙ্গে বৃহস্পতিবার রাতে অসুস্থ রোগীর গাড়ি আটকে টাকাসহ যাবতীয় মালামাল লুট করেছে একদল ডাকাত। এসময় তাদের মারধরে অসুস্থ রোগীসহ আহত হয়েছেন চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন- উপজেলার বিথঙ্গল গ্রামের ফিরোজ মিয়া, লক্ষী কান্ত, অভিজিৎ দাস ও নীল কান্ত।
আহত লক্ষী কান্ত জানান, তার আত্মীয় নীল কান্ত ডায়রিয়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে একটি অটোবাইক যোগে হবিগঞ্জের দিকে আসছিল তারা। পথিমধ্যে বেঙ্গাউড়িয়া হাওর এলাকায় পৌঁছলে একদল ডাকাত তাদের জিম্মি করে ১০ হাজার টাকা, মোবাইল ফোনসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। এসময় টাকা না দিতে চাওয়ায় মারধর করা হয়। এতে আহত হন চারজন।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, ঘটনা শুনেছি। তবে ডাকাতি কি না তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।