হবিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৯, ৩:৩৯ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হবিগঞ্জের সদর উপজেলার পইল গ্রামের ইয়াকুব আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মৃত ইয়াকুব আলী ওই গ্রামের দিলাল আলীর পুত্র।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, ইয়াকুব আলী নামে ওই যুবক তার বাড়িতে বাসার ছাদে উঠে কাজ করছিল। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়।