স্পেনে কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৯, ৪:৩৬ অপরাহ্ণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস। মাদ্রিদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর হলরুমে বুধবার (২৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠান শুরু হয়।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ও তার স্ত্রী রুমাইসা সামাদ দূতাবাসের পক্ষে এ অভ্যর্থনার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা, পূর্ব ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত আনা মারিয়া সালোমন পেরেজ।
দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত অভ্যর্থনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭১ এর স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে বাংলাদেশ ও স্পেনের জাতীয় সঙ্গীত বাজানো হয়। রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার স্প্যানিশ ভাষায় বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। তিনি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক ও অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও ২০৪১ ও বদ্বীপ পরিকল্পনা ২১০০ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা, পূর্ব ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত আনা মারিয়া সালোমন পেরেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পেনে বসবাসরত সকল বাংলাদেশিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন এবং স্পেন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে বলে উল্লেখ করেন।