সিলেট নগরীর মানিকপীর রোডে স্কুল ছাত্রকে হামলা, মামলা তুলে নিতে হুমকি অভিযোগ স্বজনদের
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:২৬,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর মানিকপীর (র.) রোডে দুর্বৃত্তের হামলায় আহত মিরাবাজারের সিটি স্কুলের নবম শ্রেনীর ছাত্র নাজিব সালামের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি ধমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এমন অভিযোগ করেছেন নাজিবের স্বজনরা।
অভিযোগসূত্রে জানাগেছে- গত ২১ নভেম্বর স্কুল ছুটির পর স্কুল ছাত্র নাজিব সালাম তার মীরবক্সটুলার বাসায় আসার পথে নাজিবের উপর হামলা চালানো হয়। তাকে রিকসা থেকে নামিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় পথচারীদের সহায়তায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুল ছাত্র নাজিব সালামের পিতা আব্দুস সালাম বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনের নামে অভিযোগ দাখিল করেছেন।
যাদের আসামী করে অভিযোগ দাখিল করা হয়েছে তারা হলেন, সিলেট নগরীর চারাদিঘীর পারের কালাম মিয়া (৫০), সালাম মিয়া (৪৫), দুলাল মিয়ার ছেলেন সালমান মিয়া (২২), সুফি মিয়ার ছেলে আবিদ (১৯), বাবু মিয়ার ছেলে রিফাত (২০)।
অভিযোগে উল্লেখ করা হয়- লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এবং সাথে থাকা আই ফোনটি নিয়ে যায়।