হবিগঞ্জে জোড়া লাগানো ২ শিশুর জন্ম
প্রকাশিত হয়েছে : ১১:৪২:২৮,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
মাথা দুটি, হাত ও পা চারটি। কিন্তু পেট ও বুক জোড়া লাগানো। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১টায় হবিগঞ্জ শহরের নিউ লাইফ কেয়ার হাসপাতালে এমন দুটি মেয়ে শিশুর জন্ম দিয়েছেন গৃহবধূ জোৎসনা বেগম।
জোৎসনা বেগম বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মো. জলিল মিয়া স্ত্রী। জন্ম নেওয়ার পরপরই নবজাতক দুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ কায়সার রহমানকে দেখানো হয়েছে। তিনি শিশুদের ঢাকা পিজি হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন।
নিউ লাইফ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও পেডিয়াট্রিক সার্জন ডা. এম এ মুমিন রাসেল শিশুদের দেখে গেছেন।
পেডিয়াট্রিক সার্জন ডা. এম এ মুমিন বলেন , ‘শিশু দুটির মাথা আলাদা, পা-হাতও আলাদা। কিন্তু পেট ও বুক জোড়া লাগানো। এ শিশুদেরকে ভালো ভাবে পরীক্ষা করতে হবে। তাদের শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ (অর্গান) যদি আলাদা থাকে, তবে অস্ত্রোপচারের মাধ্যমে দুটিকে আলাদা করা সম্ভব হবে। এ ধরনের অস্ত্রোপচার অনেক ব্যয়বহুল। শিশুদের পরিবারের সাথে কথা বলে জানতে পারি তারা আর্থিক ভাবে অসচ্ছল। এ ক্ষেত্রে শিশুদেরকে সরকারীভাবে ঢাকা শিশু হাসপাতাল অথবা পিজি হাসপাতালে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করাতে হবে। এ ধরনের জোড়া শিশুর চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন দাতা সংস্থাও সহযোগিতা করে থাকেন।
শিশুদের বাবা মো. জলিল মিয়া জানান, শিশু জন্মের আগে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে জমজ শিশু দেখা গেলেও জন্মের পর দেখা যায় শিশু ২টি জোড়া লাগানো। ডাক্তার বলেছেন শিশু ২টি কে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে।
তিনি আরো বলেন, আমি গরিব মানুষ। কৃষি কাজ করে জীবনযাপন করি। ঢাকা গিয়ে চিকিৎসা করানোর মত সামর্থ্য আমার নাই।সবাই এসে বাচ্চাদের ছবি তুলে যাচ্ছে কিন্তু কেউ কোনো ধরনের সহযোগিতা করছে না।
শিশুদের অসহায় পিতা মো. জলিল মিয়া তার শিশুদের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।