‘দুর্যোগপূর্ণ এলাকা সিলেট-সুনামগঞ্জের প্রতি আলাদা গুরুত্ব দিতে হবে’
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে সিলেট -সুনামগঞ্জের প্রতি আমাদের আলাদা গুরুত্ব দিতে হবে। একদিকে হাওর এলাকাগুলোতে বন্যা এবং অপর দিকে ভুমিকম্পের ডেঞ্জার জোন হিসেবে এ অঞ্চল অধিক ঝুঁকিতে রয়েছে।
বর্তমান আওয়ামীলীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সারা বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
শুক্রবার (০২ সেপ্টেম্বর ২০১৬) ছাতক উপজেলায় সাম্প্রতিক সময়ে বন্যা ও ঘুর্ণিঝড় পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতকের জাউয়ায় বাজার কলেজে অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই। আমরা সঠিক নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। মুহিবুর রহমান মানিক এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ একজন জনপ্রতিনিধি। তিনি আপনাদের যেমন প্রিয় আমাদেরও প্রিয় একজন মানুষ। উন্নয়নের জন্য আগামীতে তাকে পুণরায় নির্বাচিত করে সংসদে পাঠাবেন। মন্ত্রী বলেন, ছাতকে জঙ্গি বিরোধী তৎপরতা দেখে মনে হয়েছে যে এলাকায় মুহিবুর রহমান মানকি এমপি আসলেই সে এলাকায় জঙ্গি থাকতে পারেনা।
মন্ত্রী ছাতক ও দোয়ারায় দুটি বন্যা আশ্রয় কেন্দ্র স্থাপন করা হবে জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী সকল অপতৎপরতা প্রহিত করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মহিবুর রহমান মানিক বলেন, সুনামগঞ্জ জেলার মধ্যে ছাতক- দোয়ারা সবচেয়ে বড় নির্বাচনী এলাকা।
২২ টি ইউনিয়ন ও একটি পৌর সভা নিয়ে সুনামগঞ্জ ৫-আসনে এ পর্যন্ত যত উন্নয়ন হয়েছে তার দাবীদার আওয়ামীলীগ সরকার। মুক্তিযদ্ধে ৫নং সেক্টরের হেড কোয়ার্টার এই এলাকায় রয়েছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ছাতক-দোয়ারা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিণত হয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তিকে যে ভাবে সারা দেশের মানুষ প্রত্যাখান করেছে একই ভাবে ছাতক- দোয়ারার মানুষও প্রত্যাখান করেছে।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশে উপজেলা এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম রশিদ আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদ্প্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমদ, অতিরিক্ত সচিব মো. মহসিন, যুগ্ম সচিব সত্যব্রত সাহা, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈনুদ্দিন আহমদ, জাউয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, জাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, পান্ডর গাঁও ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, জাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাউয়া কলেজের প্রভাষক নাজমুল হক।