মাধবপুরে কসাই মিজান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২:০৮ পূর্বাহ্ণ
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ অঞ্চলের কৃষকদের আতংক কুখ্যাত গরুচোর মিজানুর রহমান ওরফে কসাই মিজানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বরচড় এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের জিতু মিয়ার ছেলে মিজানকে গ্রেফতার করে।
পুলিশ জানায়- মিজানের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ এক ডজন মামলা রয়েছে।
কসাই মিজান গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয় লোকজন একাধিকবার হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলীর কাছে কসাই মিজানকে গ্রেফতারের দাবি তুলেন।