সিলেটে ৩১ আগস্ট’র হরতাল স্থগিত
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর জিন্দাবাজারের তরুণ ব্যবসায়ী করিম বক্স মামুনের খুনীদের গ্রেফতারের দাবিতে আগামী ৩১ আগস্ট ব্যবসায়ীদের ডাকা হরতাল স্থগিত করা হয়েছে।
সোমবার রাতে জিন্দাবাজারে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক সভায় এ হরতাল প্রত্যাহার করেন নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, বুধবার সিলেট থেকে দু’টি হজ ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে এবং সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদের অনুরোধের প্রেক্ষিতে এ হরতাল স্থগিত করেন নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় ব্যবসায়ী নেতারা বদর উদ্দিন আহমদ কামরানের সাথে সাক্ষাত করতে গেলে তিনি হজযাত্রীদের অসুবিধা হবে উল্লেখ করে হরতাল প্রত্যাহারের অনুরোধ করেন।
এরপর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। পুলিশ মামুনের খুনীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস প্রদান করে।
সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ সোমবার রাতে জিন্দাবাজারের কাকলী শপিং সেন্টারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেন। ওইদিন জিন্দাবাজার পয়েন্টে গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হবে।
অনুষ্ঠিত সভায় জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়ার সভাপতিত্বে ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো: নাজমুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুর রকিব শিকদার, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি মো: আব্দুল মুনিম মল্লিক মুন্না, আলেয়ার হোসেন আলো, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাবেল, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক আলী আহমদ কামাল, করিম উল্লাহ মার্কেটের সভাপতি কাওছার আহমদ, মধুবন মার্কেটের সাধারন সম্পাদক আলা মিয়া, জেলা কমিটির সহসাধারন সম্পাদক আব্দুল আহাদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহ-সাধারণ সম্পাদক শাহ আহমদুর রব, মহানগর সহ-সভাপতি আব্দুল আজিজ, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, আব্দুস সামাদ তোহেল, সিটি সেন্টারের সাধারন সম্পাদক হোসেন আহমদ, আম্বখানার সাধারণ সম্পাদক গোলজার আহমদ, কাকলী শপিং সেন্টারের সহসভাপতি গাজী আব্দুল মাবুদ মমশাদ, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমরুল, আম্বরখানার ব্যবসায়ী আলাউদ্দিন আহমদ মুক্তা, নেহার মার্কেটের সাধারন সম্পাদক মোঃ আমজাদ আলী, জিন্দাবাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোঃ আনিস, ব্রক্ষময়ীবাজারের সভাপতি আতিকুর রহমান, দরগাহ বাজারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, নিহত মামুনের বাবা আনোয়ার বক্স বুলু, চাচা বাবর বক্স, মহানগর কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রিহাদুল হাসান রুহেল, মুক্তিযোদ্ধা সংসদ গলির সভাপতি মেহেদী কাবুল, সাধারন সম্পাদক গোলাম মৌলা চৌ: ইমু, ব্লু ওয়াটারের সভাপতি সাহেদ আহমদ, আল মার্জানের আহবায়ক মাহমুদুর রউফ দুর্লভ, মিতালীর সভাপতি এটিএম খসরুজ্জামান, নয়াসড়কের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, মহানগর কমিটির প্রচার সম্পাদক শাহ টিপু সুলতান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আশরাফি, কতোয়ালী থানার ওসি সোহেল আহমদ, গোয়েন্দা পুলিশের ওসি গৌছুল হোসেন।