আরো বাংলাদেশী শ্রমিক নেবে জর্ডান ও লেবানন
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৬, ৬:৫৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
জর্ডান ও লেবাননে বাংলাদেশের শ্রম বাজার আরো উন্মুক্ত হচ্ছে। দেশ দুটিতে বাংলাদেশের শ্রম বাজার ফের উন্মুক্ত করতে ঢাকার এক গুচ্ছ প্রস্তাবে সম্মতি দিয়েছে দেশ দুটি। আগামী কিছু দিনের মধ্যে আরো বাংলাদেশী শ্রমিক জর্ডান ও লেবাননে চাকরি পাবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিক নিতে জর্ডান ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে লেবাননও বাংলাদেশ থেকে শ্রমিক নিতে খুব শিগগির ঢাকার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
মন্ত্রী দুটি আরব দেশে তার সম্প্রতিক সফরের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ কালে বলেন, তার এই সফর ফলপ্রসূ হয়েছে। দুটি দেশের কর্তৃপক্ষ বাংলাদেশের শ্রমিকদের জন্য তাদের দেশে বাজার আরো উন্মুক্ত করে দিতে ঢাকার কয়েকটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। মন্ত্রী ৬ থেকে ৯ আগস্ট জর্ডানে এবং ১১ থেকে ১৩ আগস্ট লেবানন সফর করেন।
গত ৮ আগস্ট জর্ডানের শ্রম মন্ত্রী আলী আল ঘেজাবির সাথে অনুষ্ঠিত বৈঠকের উল্লেখ করে মন্ত্রী বলেন, জর্ডান সরকার তাদের শ্রম বাজারের চাহিদা পর্যালোচনার পর বাংলাদেশী আরো পুরুষ শ্রমিকদের নিয়োগের প্রস্তাবে সম্মতি জানিয়েছে। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো ও জর্ডানের কোয়ালিফাইড ইন্ডাষ্ট্রিয়াল জোন (কিউআইজেড) এ বিষয়ে এক সঙ্গে কাজ করবে। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশী শ্রমিকদের নিরাপত্তা, খাদ্য ও নিয়মিত বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশকে আশ্বস্থ করেছে জর্ডান।
মন্ত্রী ইসলাম বলেন, বাংলাদেশী শ্রমিকদের জন্য কৃষি ও নির্মান খাত উন্মুক্ত করার সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেছেন।
লেবাননের শ্রম মন্ত্রী সেজান আজী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নৌহাদ আল মাচনুকের সঙ্গে তার পৃথক বৈঠকের উল্লেখ করে ইসলাম বলেন, বাংলাদেশ থেকে আরো শ্রমিক পাঠাতে এবং দেশটির শ্রম আইন অনুযায়ি তাদের জন্য নুন্যতম বেতন নিশ্চিত করতে ঢাকা ও বৈরুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, গৃহপরিচারিকা ও পরিচ্ছন্ন কর্মী নেয়ার পাশাপাশি অন্যান্য খাতেও আরো লোক নেয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে লেবানন কর্তৃপক্ষকে প্রস্তাব দেয়া হয়েছে।
জডার্নে বর্তমানে ১.২৫ লাখ এবং লেবাননে ১.৪২ লাখ বাংলাদেশী শ্রমিক কাজ করছে।