কেয়া চৌধুরী এমপি’র বক্তব্য বিকৃত করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ৬:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট ও হবিগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর বক্তব্য এডিট করে, বিকৃত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সিলেটের সচেতন নাগরিকদের আয়োজনে রোববার বিকেল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধা রেখে কোন বক্তার বক্তব্য ছাড়াই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাট্যকর্মী রকিবুল হাসান রুমন ও সিলেট জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইমরান আহমদ চৌধুরীর পরিচালনায়, মানববন্ধনে স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সাবেক সভাপতি অনুপ কুমার দেব, এ.টি.এন বাংলা ইউকে সিলেট এর ব্যুরো চিফ ও সাপ্তাহিক হলি সিলেটের সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগপৎ অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুমন দে, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহ-সভাপতি আফজাল হোসেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, নবশিখা নাট্যদল সিলেটের সভাপতি ধ্রুব জ্যোতি দে, দিগন্ত থিয়েটার সিলেটের সভাপতি সাইফুর রহমান চৌধুরী সুমন, সিলেট সদর উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী হামিদা খান লনি, বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট জেলা শাখার সভানেত্রী ইন্দ্রানী সেন সম্পা, প্রভাষক এনামুল হক চৌধুরী সুহেল, সিলেট ল-কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল হক, মহানগর ছাত্রলীগ নেতা আফজাল হোসেন তুহিন, ফয়ছল মাহমুদ, রেডক্রিসেন্ট যুব প্রধান সায়মন মাহমুদ, সিলেট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আফজাল হুসেন সুহেল, সাধারণ সম্পাদক মো. মিনহাজ আহমদ, সিলেট মুরারী চাঁদ থিয়েটারের সাধারণ সম্পাদক ফাহমিদা এলাহি বৃষ্টি, উদিচী সিলেট জেলা শাখার নাট্যবিষয়ক সম্পাদক ইয়াকুব আলি, ধ্রুবতারা ইয়ুথ ডেভলাপম্যান্ট ফাইন্ডেশন সিলেট জেলার সভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দুরবীণ শাহ পরিষদের সাধারণ সম্পাদক বাউল বশীর উদ্দিন সরকার, সুরমাপারের গান সিলেটের সভাপতি বাউল আবুল কালাম, সিলেট চতুষ্ঠয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সমন্নয় পরিষদের সমন্নয়কারী শাহ শরিফ উদ্দিন ও এনামুল হক সাজ্জাদ, গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক ডি.এইচ. মান্না প্রমুখ।