জাফলংয়ে দু পক্ষের সংঘর্ষে ৭জন আহত
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ১২:২৬ অপরাহ্ণ
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের জাফলং পাথর কোয়ারীতে পাথর উত্তোলনে গর্ত দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে জাফলং পাথর কোয়ারীর নয়াবস্থি সংলগ্ন এলাকায় এ ঘটনায় ঘটে। খবর পেয়ে দ্রুত থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উভয় পক্ষের আহতরা হলেন জয়নাল আবেদিন, আনোয়ার হোসেন, শাহিন আহমদ, আলিম উদ্দিন, মধু মিয়া, ঝিনুক ও অজ্ঞাতনামা এক শ্রমিক। আহতরা স্থানীয় ও গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, কোয়ারীর এ এলাকায় দীর্ঘদিন থেকে পাথর উত্তোলন করে আসছেন মুক্তিযোদ্ধা ইনছান আলীর পুত্র আব্দুল মুতলিব ও আলিম উদ্দিন গংরা। কিন্তু এই গর্তগুলো স্থানীয় আব্দুস শহিদের ছেলে খোকন, কালাম গংরা দখলের চেষ্টা চালিয়ে আসছে। এনিয়ে অতীতে আকাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। রবিবার এই সূত্র ধরেই সংঘর্ষ হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম সরদার বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এ ব্যাপারে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকের চেষ্টা চলছে।