গোয়াইনঘাটে ছাত্রলীগকর্মীর উপর নির্যাতনকারীদের শাস্তির দাবী
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ছাত্রলীগকর্মী রাকিব হাসানের উপর নির্যাতন কারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩ টায় মোহাম্মদপুর পয়েন্টে জাফলং ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাফলং ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ।
যুগ্ম আহবায়ক আহমেদ সোহেল জয়’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাফলং আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সোহেল আহমেদ, জাফলং স্বেচ্ছাসেবক লীগের সিনিযর সহ-সভাপতি জয়নাল আবেদিন, যুবলীগ নেতা শেরগুল গোসাই, নাজিম উদ্দিন, রিপন আহমেদ, ছাত্রলীগ নেতা এরশাদ আলী, সাদিকুর রহমান, ইউসুব আহমেদ, গোয়াইনঘাট উপজেলা যুব সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, রায়হান আহমেদ প্রমুখ।