বিশ্বনাথে গাঁজাসহ ১জন আটক
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৭:৩৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ একশত গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত হলেন- শায়েস্তগঞ্জ থানার কেশবপুর গ্রামের সাহেব আলীর ছেলে আবদুল মতিন (৪০)। শুক্রবার রাত ৯টায় উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে বিশ্বনাথে নতুন বাজার এলাকায় একটি বাসায় বসবাস করে আসছেন বলে জানা গেছে।
পুলিশ জানায় বিশ্বনাথ থানার এস আই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে গাঁজাসহ আবদুল মতিনকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
গাঁজাসহ আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই বলেন, আটককৃত ব্যক্তিকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।