সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৭:২৯ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি :
সিলেটের প্রাচীনতম সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে যাত্রী দুর্ভোগ নিরসনে সড়ক দ্রুত সম্প্রসারণ ও যথাযথ সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বালাগঞ্জ উপজেলার স্থানীয় মোরার বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন বাংলাদেশ মানবকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও পথসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন খান। সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল আজিজ রাসেলের পরিচালনায় মানববন্ধন ও পথসভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম, রায়পুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শহীদ, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাদি, জাতীয়তাবাদী আইনজীবী দলের নেতা এডভোকেট ইকবাল আহমদ, জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সহ-সভাপতি এমরানুর রহমান ইমরান, যুবলীগ নেতা সুহেল বারী, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক এমএ কাদির, সমাজকর্মি ডা. নাসির উদ্দিন, হাজী আত্তর আলী, নমির মিয়া, জুনাব আলী, ব্যবসায়ী আব্দুল মতিন, সেলিম আহমদ, নেফুর মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুল হক লেচু, বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সদস্য আব্দুল আলিম, মুহা. আলিম উদ্দিন, হাফিজ মাওলানা হাবিবুর রহমান, হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, জাহেদ আহমদ, জামিল আহমদ দিপু, আব্দুল কুদ্দুস রিপন, রুমেল আহমদ চৌধুরী, জয়নাল আহমদ, চুনু মিয়া, আফছর আহমদ, ইসলাম উদ্দিন, আজাদ আহমদ প্রমুখ।
মানববন্ধনকালে বক্তারা অবহেলিত সিলেট সুলতানপুর বালাগঞ্জ সড়কের দীর্ঘদিন যাবত সংস্কার না করায় স্থানে স্থানে ভাঙ্গন ও গর্তের কারণে নজিরবিহীন যাত্রী দুর্ভোগের বিষয়ে তিব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে সড়ক সম্প্রসারণের মাধ্যমে পুননির্মাণ বা যথাযথ সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।