‘বিএনপি-জামায়াতের ইন্ধনেই একের পর এক জঙ্গি হামলা’
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ৭:৩১ অপরাহ্ণ
তাহিরপুর প্রতিনিধি :
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ১৫ই আগস্ট একটি কালো অধ্যায়। ওই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। এছাড়া ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। ৭ আগস্ট সিলেট গুলশানে গ্রেনেড হামলা হয়েছিল। তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের ইন্দনেই একের পর এক জঙ্গি হামলা চালানো হয়েছে। তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐকবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে। অন্যথায় পরাজিত শক্তিরা আবার মাথা নাড়া দিয়ে উঠবে।
তিনি শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন- বঙ্গবন্ধু এমন একজন নেতা, যার সমান কেউ হবে না। বাঙালি হিসেবে শেখ মুজিবের পাশে অন্য কোন নেতার নাম কল্পনা করাও দুর্ভাগ্যজনক। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান ১৫ আগস্ট, ২১ আগস্টে বিভিন্ন কর্মসূচির পালন করার নির্দেশ প্রদান করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন খানের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-সুনামগঞ্জ জেলা যুবলীগ আহবায়ক খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিলেট মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক অ্যাড.শামছুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু প্রমুখ।