আ.লীগ নেতার সাহায্যে রাগীব আলী’র ভারতে পলায়ন!
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ৭:২৬ অপরাহ্ণ
রাগীব আলীকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ ওঠেছে এক আওয়ামী লীগ নেতার দিকে। জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মস্তাকিম আলী হায়দার রাগীব আলীকে পালিয়ে যেতে সাহায্য করেছেন বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী।এদিকে রাগীব আলীর আর্থিক সহায়তায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মস্তাকিম আলী হায়দার সৌদি আরবে যাচ্ছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বুধবার বিকেলে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে রাগীব আলীসহ ছয়জন ভারতে যান। আর রাগীব আলীর সাথে থেকে আওয়ামী লীগ নেতা মস্তাকিম আলী হায়দার তাকে বর্ডার পার হতে সহযোগিতা করেন বলে জানিয়েছে ওই সূত্র। তবে নিজের উপর আনা অভিযোগ অস্বীকার করেছেন মস্তাকিম হায়দার।এদিকে শুক্রবার বিকেলে জকিগঞ্জ ডাকবাংলোয় আওয়ামী লীগের এক সভায় এ বিষয়ে নানা সমালোচনা হয়। রাগীব আলীকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করার ব্যাপারে মস্তাকিম হায়দারের নাম ওঠে আসায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা নানা প্রশ্ন তোলেন। তারা বলেন, বিতর্কিত ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত ব্যাক্তিকে এরকম কাজে সহায়তা করা মোটেও সমীচীন হয়নি। স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা মস্তাকিম হায়দারের বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি নষ্টের অভিযোগ তোলেন। বুধবার রাগীব আলী ও তার ছেলে, মেয়ে, জামাতাসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরই প্রেক্ষিতে গ্রেফতার এড়াতে গত বুধবার বিকেলে একটি মাইক্রোবাসে করে রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই জামিলুর রহমান, সাঈদ আহমদ, কামরুল হাসান ও জাহিদুল ইসলাম নামক চার ব্যক্তিকে সঙ্গে নিয়ে জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। আর এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মস্তাকিম আলী হায়দার।তবে এ ব্যাপারে আনা অভিযোগ অস্বীকার করে মস্তাকিম হায়দার জানান, রাগীব আলীর পালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না।তিনি আরো জানান, কথিত দানবীর রাগীব আলীর আর্থিক অনুদানে তিনি হজে যাচ্ছেন না। তিনি তার এক বন্ধুর সহযোগিতায় এবার হজব্রত পালন করবেন।