বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে ভাঙনে জনদুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ১০:৩০ পূর্বাহ্ণ
বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর বাজার থেকে তাহিরপুর উপজেলা সড়কের পুরানবারংকা নামক স্থনে একটি বড় ভাঙ্গার ফলে যান চলাচল সহ জন চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।
সড়ক ও জনপথের এই সড়ক দিয়ে প্রতিদিন তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার শত শত মোটরযান ও হাজার হাজার জনসাধারণ চলাচল করে থাকেন। গুরুত্বপূর্ণ রাস্তায় ভাঙন তৈরি হওয়ার ফলে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মোটরসাইকেল ও জনসাধারণ পারাপার হচ্ছেন।
জানা যায়, বর্তমানে সড়কের ভাঙ্গায় ফতেপুর আবুয়া নদী খেয়া ঘাট ইজারাদারের তত্ত্ববধানে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রইছ মিয়ার সহযোগিতায় জন চলাচলের স্বার্থে ১টি বাঁশের অস্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছে। ভাঙ্গাটি পরিপূর্ণভাবে মেরামত করা না হলে জন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হবে।