গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যান খালেদের দায়িত্বভার গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ৯:৫০ পূর্বাহ্ণ
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খালেদ আহমদ দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার দুপুর ১২ টায় তোয়াকুল ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান মোঃ লোকমানের নিকট হতে দায়িত্ব গ্রহণ করেন।
বিদায়ী চেয়ারম্যান মো: লোকমানের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুর রবের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রুস্তমপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, উপজেলা মৎস্য অফিসার মোঃ আলমগীর হোসেন, সি.এ টু উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান, ইউপি সদস্য আব্দুল মুতাল্লিব, ফরিদ উদ্দিন, এলাকার প্রবীন মুরব্বি সিরাজুল ইসলাম, ইছন মিয়া প্রমুখ।