বিশ্বনাথে দুইদিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৬:০৩ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথে ২ দিন ধরে সৎপুর কামিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী মারজানা বেগম (১৬) নিখোঁজ রয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামের মৃত করিম খা’র কন্যা।
সোমবার মাদ্রাসা কর্তৃপক্ষ মারজানা নিখোঁজ থাকার বিষয়টি মৌখিকভাবে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে মারজানা বেগম তার বোনের সঙ্গে মাদ্রাসায় যায়। কিন্তু ওই দিন দুপুরে দেড়টায় সে ছুটি না নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সকল আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও মাদ্রাসা ছাত্রীর কোন সন্ধান পাননি তার পরিবারের সদস্যরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ। ফলে কোনো সুহৃদয় ব্যক্তি নিখোঁজ মাদ্রাসা ছাত্রী মারজানার সন্ধান পেলে বিষয়টি স্থানীয় লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া’কে (মোবাইল ০১৭১১-০৫৯৭৩৪) অবগত করার জন্য আহবান করা হয়েছে।
মাদ্রাসা ছাত্রী নিখোঁজের সত্যতা নিশ্চিত করে লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
মারজানা বেগম ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ থাকার সত্যতা নিশ্চিত করেছেন মাদ্রাসার প্রিন্সিপাল আবু জাফর মো. নোমান।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।