ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে সিলেট স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৫:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ যোহর সিলেট নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, আওয়ামী লীগ নেতা এডভোকেট শামছুল ইসলাম, এডভোকেট শেখ মকলু মিয়া, এমাদ উদ্দিন মানিক, ফখরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, মুহিবুস সালাম রিজভী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব ও পেশ ইমাম।