মিজান চৌধুরীকে ছাতক বিএনপি, যুব ও ছাত্রদলের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৮:৫৪ পূর্বাহ্ণ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানকে দ্বিতীয়বারে মতো বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় দলনেত্রী বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছে ছাতক উপজেলা বিএনপি, পৌর বিএনপি উপজেলা যুবদল ও উপজেলা ছাত্রদল।
এক যৌথ বিবৃতিতে ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম-আহবায়ক নিজাম উদ্দিন, আবু হুরায়রা ছুরত, ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান সুহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিল বলেন, মিজান চৌধুরী কে মূল্যায়ন করায় এ অঞ্চলের বিএনপি আরও সুসংহত হবে। তারা এজন্য মিজানুর রহমান চৌধুরী মিজানকে অভিনন্দন জানান।