জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৮:২৫ পূর্বাহ্ণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী রানু বেগমের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
রোববার বিকেল ৫টায় বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। নিহত রানু বেগম ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামে রাজমিস্ত্রী জামাল মিয়ার মেয়ে।
পরিবারের লোকজন জানান, সাঁতার না জানা রানু স্কুল থেকে বাড়িতে এসে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘ ২ঘন্টা পর পুকুর থেকে রানুর লাশ উদ্ধার করা হয়। তাকে মুমূর্ষু অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।