বাগেরহাটে দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৭:৫১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
বাগেরহাটের ফকিরহাট ও কচুয়া উপজেলার দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে ফকিরহাটের আট্টাকী শীতলা মন্দিরে ও রাতে কচুয়া উপজেলার মসনি সার্বজনীন মন্দিরের প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, শনিবার দুপুরে আট্টাকী শীতলা মন্দিরে ইট ছুঁড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে অটকের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
অপরদিকে একই দিন রাতে কচুয়া উপজেলার মসনি সর্বজনিন মন্দিরের ৩টি প্রতিমা দুর্বৃত্তরা ভাঙচুর করে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাধাল ইউপির চেয়ারম্যান নকিব ফয়সাল ওহিদ জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আটকে পুলিশ অভিযানে নেমেছে।