আজ সিলেটের গুলশানে গ্রেনেড হামলার ১২ বছর, শেষ হয়নি বিচার
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ৮:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
আজ সিলেটের গুলশানে গ্রেনেড হামলার ১২ বছর। সিলেট মহানগর আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার বিচার এক যুগেও শেষ হয়নি। আলোচিত এ মামলাটি বর্তমানে সিলেট মহানগর দায়রা জজ আদালতে চলছে। ২০১৫ সালের ১৫ জুন থেকে এই আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
২০০৪ সালের ৭ আগস্ট হরকাতুল জিহাদের জঙ্গিরা সিলেট নগরীর গুলশান হোটেলে মহানগর আওয়ামী লীগের সভাস্থলের কাছে গ্রেনেড হামলা চালায়। এতে মহানগর আওয়ামী লীগের তত্কালীন প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম নিহত হন। অল্পের জন্য রক্ষা পান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও তত্কালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। আহত হন মহানগর আওয়ামী লীগের তত্কালীন সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক (মরহুম), অ্যাডভোকেট মফুর আলী, তুহিন কুমার দাশ মিকন, অ্যাডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা শওকত আলী, ফুয়জুল আনোয়া আলোয়ার, অধ্যাপক জাকির হোসেন,এটিএম হাসান জেবুল, রাধিকা রঞ্জন হোম চৌধুরী, ফাহিম আনোয়ার চৌধুরী, তপন মিত্র, অ্যাডভোকেট শেখ মকুল মিয়া, কবির উদ্দিন আহমদ, জুবের খাঁন, আনোয়ার হোসেন রানা, জামাল আহমদ চৌধুরী, প্রদীপ পুরকায়স্থ, আজম খাঁন ও আবদুস সোবহান প্রমুখ। এ হামলার প্রতিবাদ-আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সিলেট।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ তদন্ত শেষে ২০১৩ সালের ১৭ জুলাই ঢাকা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রওনকুল হক চৌধুরী হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার অন্য আসামিরা হল-হুজি নেতা শরীফ সাহেদুল আলম বিপুল, মুফতি মঈন উদ্দিন শেখ ওরফে জান্দাল, মহিবুল্লাহ ওরফে মফিজর রহমান ওরফে মফিজ ওরফে অভি, আবদুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট ও দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির হিমু ও মাওলানা তাজউদ্দিন। এদের মধ্যে হুমায়ুন কবির হিমু ও মাওলানা তাজউদ্দিন ছাড়া বাকি আসামিরা কারাগারে আটক রয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে দায়রা ৭৪/২০১৩ নম্বরে রেকর্ডভুক্ত হয়ে ২০১৫ সালের ১৫ জুন থেকে এই আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সিলেটের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী জানান, নগরীর গুলশান হোটেলে গ্রেনেড হামলা মামলাটি সাক্ষ্য পর্যায়ে রয়েছে। সাবেক সিসিক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ অনেকে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।