এসএসসি ও এইচএসসিতে গ্রেড পয়েন্টের সাথে নম্বরও থাকবে
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ৫:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গ্রেড পয়েন্টের সঙ্গে প্রাপ্ত নম্বরও থাকবে টেবুলেশন শিটে। এবারের এইচএসসি পরীক্ষার ফল থেকেই গ্রেড পয়েন্টের সঙ্গে প্রাপ্ত নম্বরও দেখতে পারবেন শিক্ষার্থীরা। এমনটিই জানালেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুর রহমান। শনিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ঢাকা শহরের কলেজ অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান।
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রমে স্বচ্ছতার জন্য বর্তমান টেবুলেশন শিটে গ্রেড পয়েন্টের পাশাপাশি প্রাপ্ত নম্বর উল্লেখ করার দাবি জানান বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘এবার এইচএসসিতেই গ্রেড পয়েন্টের পাশাপাশি বিষয়ভিত্তিক প্রাপ্তনম্বর যাতে শিক্ষার্থীরা জানতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। এখন থেকে টেবুলেশন শিটে গ্রেড পয়েন্টের পাশাপাশি বিষয়ভিত্তিক মোট নম্বরও থাকবে। এ ছাড়া অনলাইনে নৈব্যক্তিক ও সৃজনশীল পরীক্ষার নম্বর আলাদা করে দেওয়া থাকবে। তা ছাড়া যারা বিজ্ঞান বিভাগে রয়েছে, তাদের ব্যবহারিক নম্বরও অনলাইনে উল্লেখ থাকবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীই কেবল তা দেখতে পারবে।’
২০০১ সাল থেকে এসএসসি ও ২০০৩ সাল থেকে এইচএসসি পরীক্ষায় নম্বরপত্রের পরিবর্তে জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে। তাই টেবুলেশন শিটে গ্রেড পয়েন্ট ছাড়া বিষয়ভিত্তিক ও মোট প্রাপ্ত নম্বর উল্লেখ থাকে না। এ পদ্ধতিতেই এত দিন এসএসসি ও এইচএসসির ফল প্রকাশিত হয়ে আসছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে টেবুলেশন শিটে এখন থেকে গ্রেড ও নম্বর উভয়ই উল্লেখ থাকবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের উদ্যোগে মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের ব্যবস্থাপনায় ঢাকা মহানগরীতে অবস্থিত সরকারি ও বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি ও ফলাফলের ওপর এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।