সদ্য ঘোষিত কমিটি থেকে মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ৩:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বিএনপির সদ্য ঘোষিত কমিটি থেকে পদত্যাগ করেছেন মোসাদ্দেক আলী ফালু। দুপুরে ঘোষিত কমিটিতে তিনি ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছিলেন। বিকালে তার ঘনিষ্ট সূত্র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। মোসাদ্দেক আলীর মালিকানাধীন এনটিভি অনলাইনেও তার পদত্যাগের খবর দেয়া হয়। নতুন কমিটি ঘোষণার আগে মোসাদ্দেক আলী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তিনি বর্তমানে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।