হাসনাত করিম বৃটেনের হিযবুত তাহরির বাংলা শাখার সদস্য
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৬, ৬:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ :
গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হাসনাত করিম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির বৃটেনের বাংলা শাখার সদস্য। হাসনাত করিম নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকও।
তিনি লন্ডনের কুইনমেরি ইউনিভারসিটিতে অধ্যয়নকালীন বৃটেনে এই সংগঠনটিকে শক্তিশালী করতে সক্রিয় ছিলেন। হিযবুত তাহরির বৃটেন বাংলা শাখার অনেকেই এই হাসনাত করিমের হাত ধরে সদস্যপদ লাভ করেন।
এদের মধ্যে রয়েছেন হিযবুত তাহরির বৃটেন বাংলা শাখার অন্যতম নেতা লিয়াকত সরকার, নাজমুল ইসলাম, কামরুল হাসান, মুজিবুল ইসলাম, হেফাজতে ইসলাম ইউকে’র নেতা ও চ্যারিটি সংগঠন সেইভ দ্য হিউম্যানেটির ফাউন্ডার নূরে আলম হমিদিসহ আরো অনেকে।
এই হাসনাত করিম বৃটেনে হিযবুত তাহরিরের প্রতিষ্ঠাতা ঢাকার অধিবাসী নাসিম গনির ঘনিষ্ঠ আত্মীয়।হাসনাত করিমের প্রচেষ্টায় বৃটেনে হিযবুত তাহরিরের বাংলা শাখা শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। হাসনাত করিম যখন লন্ডনের কুইনমেরি ইউনিভারসিটিতে অধ্যয়ন করেন তখন হিযবুত তাহরিরে যোগ দেন।
শুধু বৃটেন নয় বাংলাদেশেও সংগঠনকে এগিয়ে নিতে তার অবদান রয়েছে। এখানেই শেষ নয়- হাসনাত করিম বৃটেন থেকে বাংলাদেশে যাওয়ার পরও বৃটেনের হিযবুত তাহরিরের সাথে সবসময় যোগাযোগ রাখেন।
২০১৩ সালে লন্ডনের হিযবুত তাহরির নেতা নূরে আলম হামিদী ঢাকায় হেফাজতের সমাবেশে গিয়ে গ্রেফতার হলে এই হাসনাত করিমের মাধ্যমে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বৃটেনে ফিরে আসেন। তিনি ফিরে আসলেও হেফাজতের পাশাপাশি হিযবুত তাহরির সাথে সক্রিয় থেকে তার প্রতিষ্ঠিত কয়েকটি চ্যারিটি সংগঠনের মাধ্যমে প্রতি বছর লন্ডন থেকে বাংলাদেশের মসজিদ মাদ্রাসার নামে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ফান্ড কালেশন করে যাচ্ছেন।