মৌলভীবাজারে ৪ ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৬, ৮:০৬ পূর্বাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরুক মিয়া (৪৫), আজির উদ্দিন (৩০), রুমান মিয়া (২০) ও ইউসুফ আলী। এরা মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। পুলিশ এসময় তাদের কাছ থেকে ১টি ক্যামেরা ও ৫টি ব্যাগসহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা শহরের গোবিন্দশ্রী এলাকার ব্যবসায়ী সৈয়দ জাহিদ আলীর বাসায় সংঘটিত ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ১ আগস্ট সোমবার শেষ রাতে গোবিন্দশ্রী এলাকায় ব্যবসায়ী সৈয়দ জাহিদ আলীর বাসায় ডাকাতি সংঘটিত হয়েছিল। ডাকাতরা মারধর করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২৫ ভরি স্বর্ণালংকার, বিদেশী ডলার, নগদ ৩ লক্ষ টাকা ও ৫টি দামি মোবাইল ফোনসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।