সীমান্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী আটক
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:৫২,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার ত্রিপুরা সীমান্তের বিজয়নগরে জঙ্গি সন্দেহে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বর্ডার আউট পোস্টের (বিওপি) এলাকার কাশিনগর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন- সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৯ জন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবির) ১ জন, প্রাইম এশিয়া ইউনিয়ন ভার্সিটির ১জন, শ্যামলী পলিটেকনিকেল ইনস্টিটিউটের ১ জন, নর্দার্ন ইউনিভার্সিটির ১ জন, উত্তরা ইউনিভার্সিটির ১ জন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ১ জন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহ্ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে ত্রিপুরা সীমান্তবর্তী কাশিনগর এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরার করার সময় তাদেরকে আটক করা হয়।তবে তারা জঙ্গি কি না বিষয়টি খতিয়ে দেখতে বিজয়নগর থানায় তাদের পাঠানো হয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আরশাদ বলেছেন, নেশা করার উদ্দেশে তারা সীমান্ত এলাকায় এসেছিল বলে আমরা নিশ্চিত হয়েছি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আগামীকাল সকালে তদের আদালতে পাঠানো হবে।