রাগীব-রাবেয়া মেডিকেল রক্ষায় আওয়ামী লীগ একজোট
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:৪০,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৬
সুরমা নিউজ :
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ রক্ষায় অর্থমন্ত্রীর দ্বারস্থ সিলেট আওয়ামী লীগের নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ অর্থমন্ত্রীর বাসভবনে মেডিকেল কলেজটি রক্ষার ব্যাপারে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. আবুল কালাম আবদুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন’র সাবেক প্রেসিডেন্ট ডা. একে এম হাফিজ, আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ প্রমুখ।
নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ও প্রায় দেড় হাজার শিক্ষার্থীর ভবিষ্যত জীবন ও সিলেটবাসীর চিকিৎসাসেবার দিক বিবেচনা করে মানবিক ব্যাপারে সহযোগিতা কামনা করেন মন্ত্রীর কাছে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি তাকেও ভাবাচ্ছে। তার চিন্তায়ও আছে শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের কথা। মন্ত্রী আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং সিলেটবাসীর দাবি রক্ষায় তিনি পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলে সবাইকে আশ্বস্থ করেন ।