ফ্রান্স ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচী ঘোষনা
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৬, ৩:৫৪ অপরাহ্ণ
ফ্রান্স প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শোকের মাস আগষ্টে তাদের কর্মসুচী ঘোষনা করেছে। এ নিয়ে ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন ও টেলিকনফারেন্সে সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের সাথে পরামর্শ করে তাদের কর্মসূচী ঘোষণা করেন। বাংলাদেশ ছাত্রলীগ,ফ্রান্স আওয়ামীলীগের মাসব্যাপী সকল কর্মসূচী বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ছাত্রলীগের সকল কর্মসূচী পালনে সহায়তা করবেন বলে জানান । ফ্রান্স আওয়ামীলীগের পক্ষ থেকে ছাত্রলীগের নতুন কমিটিকে দিক নির্দেশনা দেন ফ্রান্স আওয়ামীলীগ নেতৃবৃন্ধ।বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স এর সভাপতি আশরাফুর রহমান ছাড়াও এ সময় উপস্তিত ছিলেন যুবনেতা আজমল হোসেন, জাহিনুর রহমান সুমন,জামিল আহমদ সাহেদ,লাবু চৌধুরী। বাংলাদেশ ছাত্রলীগ,ফ্রান্স এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠন এর সহ-সভাপতি বেলাল আহমদ, মাইদুল ইসলাম (নয়ন), সালমান আহমেদ আকবর, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, এম,ডি রকি, এমদাদুর রহমান বুলবুল, প্রচার সম্পাদক এরশাদ আহমেদ, ঊপ-প্রচার সম্পাদক মোর্শেদ আহমেদ প্রমুখ।