দুবাইতে এমিরেটস বিমানে আগুন, বিমানবন্দর বন্ধ
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৬, ৩:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ এমিরেটসের বোয়িং ৭৭৭ বিমানটি ভারতের কেরালা থেকে দুবাইতে নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে। ইন্টারনেটে প্রকাশ করা ছবিতে দেখা যায় বিমানটিতে আগুনের দলা এবং চারদিকে কালো ধোঁয়া। ছবিতে বিমানটির কোনো চাকা দেখা যায়নি। ফলে ধারনা করা হচেছ, নামার সময় ল্যান্ডিং গিয়ার ঠিকমত কাজ করেনি। যদিও দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমানে ২৮২ জন যাত্রী ছিল যাদের অধিকাংশই ভারতীয় নাগরিক। ক্রু ছিল ১৮ জন। দুবাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা গেছে। এমনকী জখমের কথাও শোনা যায়নি। দুবাইতে একই সময়ে নামছিলো বা উঠছিলো, এমন সব বিমানের যাত্রীরা জানালা দিয়ে এই দুর্ঘটনা দেখে আঁতকে ওঠেন। সারাহ লুইস শেরউড নামে এমন এক যাত্রী বিবিসিকে বলেন, “আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে ঠাণ্ডা হয়ে গিয়েছিলাম।” আমাদের বিমানটি ঐ বিমানটির কাছাকাছি গিয়ে থেমে পড়ে। জরুরী অবতরণের স্লাইডগুলো বাতাসে ওলট পালট করছিলো। যাত্রীতে সেগুলো দিয়ে নেমে আসছিলো। চারদিকে আগুন দেখতে পাচ্ছিলাম। আমাদের বিমানের যাত্রীরাও আতঙ্কে ঈশ্বরের নাম নিচ্ছিলো। বেরুনোর জন্য অস্থির হয়ে পড়েছিলো।” পরবর্তী ঘোষণা পর্যন্ত দুবাই বিমানবন্দর বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।এয়ারলাইনরেটিংডটকম নামে নিরপেক্ষ একটি ওয়েবসাইটের দেওয়া এক রেটিংয়ে, এমিরেটস বিশ্বের সপ্তম নিরাপদ এয়ারলাইন্স।