জঙ্গিবাদ প্রতিরোধে মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৬, ১০:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট নগরীর মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৩ আগস্ট বুধবার মার্কেটের সামনে গুলশানের হলি আর্টিজান রেস্তোরা ও শোলাকিয়ায় জঙ্গী হামলার প্রতিবাদে, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ তুরন মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ খালিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলা মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ মনজুর আহমদ, সহ কোষাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিহাদুল হাসান রুহেল, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ দপ্তর সম্পাদক মোঃ সাইফুল আলম, প্রচার সম্পাদক মোঃ শাহ রুমেল, সহ প্রচার সম্পাদক মোঃ হারুন মিয়া, ক্রীড়া সম্পাদক দেওয়ান মকসুদুল মজিদ, ধর্ম সম্পাদক ও মোতাওল্লী মৌলানা এহসানুল হক মিলাদ, সহ ধর্ম সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সদস্য- কাজী মোঃ দিলাল আহমদ, মোঃ দুলাল হোসেন, মোঃ সুমন সরকার, মোঃ নুরুল হক, মোঃ তায়েফ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিবাদ দেশ ও জাতির শত্রু। এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে, যাতে আমাদের মধ্যে কেউ ভুল পথে পা না বাড়ায়। ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব।