ঘুষ দিয়ে পরীক্ষার ফল ভাল করার অভিযোগে ছাত্র ধৃত
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৬, ৮:৩৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
শিক্ষার অন্যতম বিপণন কেন্দ্র হয়ে ওঠা ভারতের বিহারে এবার ঘুষ দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ভাল করার অভিযোগে গ্রেফতার হল বিজ্ঞান বিভাগের তৃতীয় স্থানাধিকারী রাহুল কুমার৷ বুধবার সকালে বিহার টপার স্ক্যামে অভিযুক্ত রাহুলকে বৈশালি থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গ্রেফতার করে৷ এর আগে কলা বিভাগের প্রথম স্থানাধিকারী রুবি রাইকে গ্রেফতার করেছে পুলিশ৷
সম্প্রতি ফলাফল প্রকাশিত হয় বিহার বোর্ডের উচ্চমাধ্যমিকের৷ সেই পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী পড়ুযারা সংবাদ মাধ্যমকে সহজ প্রশ্নের ভুল উত্তর দেওয়ার নমুনা দেখে নড়েচড়ে বসে রাজ্যের শিক্ষা দফতর। এই ছাত্র-ছাত্রীদের ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে৷
রুবি অসুস্থতার অজুহাতে পরীক্ষা না দিতে এলে পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ রাহুল ও রুবির পাশাপাশি আরও ১২ জন ছাত্র-ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ৷ রুবি যদিও পরে স্বীকার করে নেয়, তার বাবার কাছে পরীক্ষায় পাশ করার আবদার করেছিলেন রুবি৷ কিন্তু উচ্চপদস্থ আধিকারিকদের ঘুষ দিয়ে রুবিকে প্রথম স্থানাধিকারী করেছিলেন তার বাবা৷
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷