সুনামগঞ্জের বন্যা দুর্গতদের পাশে কেন্দ্রীয় ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৬, ৭:৩২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জ জেলার বিন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শীঘ্রই তারা ত্রাণ নিয়ে দুর্গত এলাকা পরিদর্শন করবেন।
এ লক্ষ্যে সোমবার সুনামগঞ্জে ত্রাণ পাঠানোর জন্য একটি টিম গঠন করে দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
সুনামগঞ্জে ত্রাণ নিয়ে আসা নেতৃবৃন্দরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীত নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক চিন্ময় রায়, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাজিদ রাসেল, উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক জহির আহমেদ খান, উপ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, উপ ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কুমার সরকার, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো ইফাজ সামিহ, উপ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল, সহ সম্পাদক শহীদ চৌধুরী।
শীঘ্রই তারা ত্রাণ সামগ্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন।