সিলেটে ভূমিকম্প অনুভূত
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ১২:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সোমবার বিকেল ৪টায় সিলেটসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট আবহাওয়া কর্মকর্তা আবু সাঈদ সুরমা নিউজকে জানান, “বিকেল ৪টা ১ মিনিটের সময় সিলেটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয় হয়।”
তিনি বলেন, ঢাকা থেকে ৫৭০ কিলমিটার দূরে এই কম্পনের উৎপত্তিস্থল।
মার্কিন সংস্থা ইউসিজিএস সূত্রে থেকে জানা যায়, মায়ানমারের মেঘগুয়ে অঞ্চলের পাককু এলাকাতে ১২৮ কিমি গভীরে ৫.২ মাত্রার এই ভুমিকম্পের উৎপত্তিস্থল।