চট্টগ্রামে আনসারউল্লাহ বাংলা টিমের ৫ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:২৩,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে আনসারউল্লাহ বাংলা টিমের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার গভীর রাত একটার দিকে কাটগড় এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আতিকুল হাসান ইমন, জামশেদুল আলম হৃদয়, আক্কাস আলী নয়ন, রুবেল ও মহিউদ্দিন।
নগর গোয়েন্দা পুলিশের এডিসি (বন্দর) নাজমুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার কাটগড় এলাকার একটি বাসা থেকে অানসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত ২টি ল্যাপটপ , ৭টি মোবাইল ও শতাধিক জিহাদি লিফলেট উদ্ধার করা হয়।’
দুপুর আড়াইটার দিকে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এডিসি নাজমুল হাসান।